চুপ সালা!!!!!!!
লিখেছেন লিখেছেন Md Arif ১৫ আগস্ট, ২০১৫, ০৭:৩৮:১৯ সকাল
নাস্তিক ব্লগাররা রাসূল স: কে গালি
দিল। আমরা বেদনাহত হলাম। রাস্তায়
নামলাম, স্লোগান দিলাম "বিশ্বনবীর
অপমান, সইবেনারে মুসলমান।" তখন
সরকার আমাদের বলল 'চুপ সালা'। আমরা
আরেকটু কড়া প্রতিবাধ করতে গেলাম
ঢাকায়। আমরা হত্যা করতে যাইনি।আমরা
জায়নামাজ আর তসবিহ নিয়ে
গিয়েছিলাম। এগুলো কোন মরনাস্র
ছিলনা। আমরা শুধু সরকারকে এ মেসেজটা
দিতে গিয়েছিলাম 'নাস্তিক ব্লগাররা
আমাদের কলিজায় আঘাত করেছে, আপনি এর
বিচার করুন, আঘাতটা বন্ধ করুন। আর যারা
অনবরত আঘাত করেই চলেছে, তাদেরকে
এহেন কাজ থেকে বিরত রাখার ব্যাবস্থা
করুন।'
.
সরকার আমাদের কথাকে ভালোভাবে
নিলেন না। তারা আমাদের উপর রাতের
আঁধারে বিচার বহির্ভূত হত্যাকান্ডের
মাধ্যমে তাদের অসন্তোষের জানান
দিলেন।আর সেই বিচার বহির্ভূত
হত্যাকান্ডের প্রমান (রক্তের দাগ)
সরকার ভোর রাত্রে ধুয়েমুছে সাফ করলেন।
.
তারপর নাস্তিকরা অনবরত আমাদের
কলিজায় আগাত করেই গেল।আর আমরা যখনই
আঘাতের প্রতিবাধ জানাতে চাইলাম
সরকার 'রাইফেল' উচিয়ে আমাদের বললেন
'চুপ সালা'।আমরা সরকারের উপর বিরক্ত
হলাম, কিন্তু প্রতিবাধ করতে পারলামনা!
কারন সরকার আমাদেরকে বলছে 'চুপ
সালা'।
.
আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে সরকারের
ধাক্কায়। আমরা এখন আর পিছু হটতে
পারছিনা, কারন আমাদের পেছনে দেয়াল
আর সামনে সরকারের 'রাইফেল'। আমরা
এখন 'চুপ সালা' হয়ে গেলাম।
.
কিন্ত গোলযোগের বিষয় হয়ে দাড়িয়েছে
এই যে, আমাদের মোধ্যেও সবাই নিপুংষক
নয়। পৌরুষত্ব সম্পন্ন কিছু লোক আছে যারা
'চুপ সালার' ধমকে ধমে যাওয়ার পাত্র
নয়। আমাদের মত ধৈর্যশীলও নয়।সুতরাং
স্বভাবতই তারা সরকারকে অনুস্বরণ করতে
লাগলেন। বিচার বহির্ভুত হত্যাকান্ডের
মাধ্যমে তারা তাদের দাবী আদায়ের
বিকল্প পদ্ধতি অব্যাহত রেখেছেন। এখন
আমরা তাদেরকে বলতে শুরু করলাম
'দূর্ভিত্ত, বিপথগামী, মৌলবাদি
ইত্যাদি।লক্ষনীয় বিষয় হল আমরা
তাদেরকে যাই বলিনা কেন এগুলো তারা
নিজে নিজে হয়নি! বরং তাদের হতে
বাধ্য করেছে সরকার।
.
আমি বলতে চচ্ছি মানুষের আবেঘ এবং
বিশ্বাষ হল অনেকটা পানির স্রোতের
ন্যায়। এটি বাঁধ দিলেই কেবল ধমে
যাবেনা বরং বিকল্প পথ খুঁজে নেবে।
পিঁপড়া যখন দল বেধে চলে শত বাধা
দিলেও পিঁপড়াগুলো তাদের চলার পথ
আবিষ্কার করে নেয়। সেখানে 'চুপ সালা'র
কার্যকারিতা নেই বললেই চলে।
.
নাস্তিক ব্লগারগুলো অব্যাহত ভাবেই
বিচারবহির্বূত হত্যাকান্ডের স্বিকার
হচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এ
প্রশ্নে যাওয়ার আগে পরিষ্কার ভাবে
বলতে চাই "কোন বিচারবহির্বুত
হত্যাকান্ডই সমর্থনযোগ্য নয়।" সেটা
প্রতিবেশী রাষ্ট্র দ্বারা হত্যাকৃত
ফেলানী হোক কিংবা স্বদেশের শিশু রাজন
রাকিব থেকে শুরু করে নাস্তিক ব্লগার
যেই হোকনা কেন।
.
এখন প্রশ্ন হচ্ছে নাস্তিক ব্লগারগুলো
হত্যাকান্ডের স্বীকার হচ্ছে কেন?
নিঃস্বন্দেহে সরকারের 'চুপ সালা' নিতী
অবলম্বনের কারনে। আর দ্বিতীয় কারন
হচ্ছে সরকার বিচারবহির্বুত
হত্যাকান্ডের মুলউৎপাটন না করে বরং
নিজেই রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে
বিচারবহির্বুত হত্যাকান্ড ঘটাচ্ছে এবং
সেটাকে উৎসাহিত করছে। আর প্রতিবাদী
জনতাকে বলছে 'চুপ সালা'।
.
যতদিন জনতাকে মতপ্রকাশের অধিকার,
প্রতিবাদের অধিকার আর রাষ্ট্রযন্তের
মাধ্যমে বিচারবহির্বুত হত্যাকান্ড
ঘটানো এবং উৎসাহিত করা বন্ধ না হবে,
ততদিন নিঃস্বন্দেহে বলতে পারি এসব
বিচারবহির্বুত হত্যাকান্ড বন্ধ হবেনা।
এসব বিচারবহির্বুত হত্যাকান্ডের মুল
কারন হচ্ছে সরকারের 'চুপ সালা' নিতী
অবলম্বন।
.
আমরা চাই সরকার ভালো থাকুক। বেচে
থাকার অধিকার আছে অপ্রত্যাশিত
মৃত্যূগুলোর, খেলনারত শিশুদের, আমার বোন
ফেলানীর, আর নাস্তিক ব্লগারদেরও।
আমরা চাই আমাদের কলিজায় কেউ হাত না
দিক।আমাদের বিশ্বাসের জায়গা অক্ষত
থাকুক। আমরা আহত হলে চিৎকার করতে
চাই, কেউ আমাদের 'চুপ সালা' না বলুক।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন